ফরিদপুর পুলিশ সুপার কার্যালয় চাকরির নিয়োগ ২০২১। faridpur.police.gov.bd
ফরিদপুর পুলিশ সুপার কার্যালয় চাকরির নিয়োগ ২০২১। faridpur.police.gov.bd
মোট পদের সংখ্যাঃ- ০৪ জন
১। পদের নামঃ- পানি বাহক, পদের সংখ্যাঃ- ১ জন, শিক্ষাগত যোগ্যতাঃ- অষ্টম শ্রেণী পাস ও শারিরীক ভাবে সক্ষম হতে হবে, বেতনঃ- ৮২৫০-২০০১০/-
২। পদের নামঃ- বাবুর্চি, পদের সংখ্যাঃ- ১ জন, শিক্ষাগত যোগ্যতাঃ- অষ্টম শ্রেণী পাস ও শারিরীক ভাবে সক্ষম হতে হবে, বেতনঃ- ৮২৫০-২০০১০/-
৩। পদের নামঃ- পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যাঃ- ২ জন, শিক্ষাগত যোগ্যতাঃ- অষ্টম শ্রেণী পাস ও শারিরীক ভাবে সক্ষম হতে হবে, বেতনঃ- ৮২৫০-২০০১০/-
পুলিশ সুপার কার্যালয় চাকরির নিয়োগ ২০২১। faridpur.police.gov.bd
*পুলিশ সুপারের কার্যালয়ে যে ৪টি পদের নাম আছে তাদের কাজ কী?
*পানি বাহকের কাজ কী?
১। পানি বাহকঃ- আলহামদুলিল্লাহ্ পানি হলো মহান আল্লাহ্ দান, আমরা জানি পানির অপর নাম জীবন। তেমনি ভাবে আমরা একজন পানি বাহককে জীবন বাহকও বলতে পারি। ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পানি বাহকের কাজ হলো কার্যালয়ে অবস্থান সকল কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর কি প্রয়োজন তার দিকে লক্ষ রাখা।
*বাবুর্চির কাজ কী?
২। বাবুর্চিঃ- একটি পুলিশ সুপারের কার্যালয়ে একজন বাবুর্চির কাজ হলো কার্যালয়ে কোন অনুষ্ঠান হলে সে সকল রান্নার কাজের দেখা শোনা করবে। এছাড়াও পুলিশ সুপারের কার্যালয়ে কোন উর্ধতন কর্মকর্তা আসলে তার জন্য সকল রান্না আয়োজনের ব্যবস্থা করবে বাবুর্চি।
*পরিচ্ছন্নতা কর্মীর কাজ কী?
৩। পরিচ্ছন্নতা কর্মীঃ- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ। তাই বলা যায় যে তার কাজটিও একটি গুরুত্ব। পরিচ্ছন্নতা কর্মীর কাজটি একজন ইমানদার ব্যক্তির কাজ। একটি পুলিশ সুপারের কার্যালয়ে একজন পরিচ্ছন্নতা কর্মীর কাজ হলো কার্যালয়টিকে সব সময় ময়লা-আবর্জনা থেকে পরিষ্কার রাখা।
পুলিশ কার্যালয় চাকরির নিয়োগ ২০২১। faridpur.police.gov.bd
*তারা কীভাবে কাজ করবে??
**তারা সততার সহিত সকল কাজ ভালো ভাবে সম্পূর্ণ করবে। তারা পুলিশ সুপার কার্যালয়ের উর্ধতণ কর্মকর্তার সকল আদেশ-নিষেধ মেনে চলবে। কিন্তু তাদের একটি কথা সরণ রাখতে হবে, যে তারা যেন কোন অসৎ কাজ করে কাউকে কষ্ট না দেয়। কেননা কাউকে কষ্ট দিয়ে উপার্জনকৃত টাকা কখনো হালাল হবে না। তাই তাদের সকলের এটি সরণ রাখতে হবে তারা যেন সব সময় সৎ পথে উপার্জন করে । তাহলেই তাদর টাকা হালাল ভাবে উপার্জনকরা হবে।**
ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনলাইনে আবেদনের জন্য আবেদন লিংক এ ক্লিক করুণ।
👇
আমাদের ফেসবুক পেজটি লাইক করে আমাদের পাশে থাকুন।👍
আমাদের ওয়েব সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ।😊
আল্লাহ্ সকলের ভালো করুক।💖
Comments
Post a Comment
Thank you so much for visiting our website.